সৌম্য-ইমরুলের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ
প্রকাশিতঃ 10:06 pm | October 26, 2018

খেলা ডেস্ক, কালের আলো:
সুযোগ পেলে সেটাকে কিভাবে কাজে লাগাতে হয়-সেই প্রমানটা আরেকবার দিলেন সৌম্য সরকার। সিরিজের প্রথম দুই ম্যাচে দলে জায়গা পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বের সুযোগ পান। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সৌম্য নির্বাচকদের সুনজরে পড়েন। সৌম্যর অধিনায়কত্বে সেই প্রস্তুতি ম্যাচেও বড় জয় পায় বিসিবি একাদশ। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তাকে জাতীয় লিগের মাঝপথ থেকে উড়িয়ে আনা হয়। ম্যাচে নেমে সৌম্য এখানেও সেঞ্চুরি হাঁকালেন! সঙ্গী ওপেনার ইমরুলও সেঞ্চুরির উৎসবেই সামিল হলেন তার সঙ্গে। এই ম্যাচে অবশ্য সৌম্য ওপেনার হিসেবে খেলেননি। ওয়ানডাউন ব্যাটসম্যান হিসেবে নামেন। তবে তাকে খেলতে হয়েছে ইনিংসের দ্বিতীয় বলটা। কারণ বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই ওপেনার লিটন দাস আউট হয়ে যান!
ম্যাচ জিততে টার্গেট জিম্বাবুয়ের ২৮৬ রানকে বড় টার্গেটই মানতে হবে। প্রথম বলেই আবার ওপেনার লিটন দাসকে হারানোর পর এই বড় টার্গেটকে যেন আরো বড় মনে হচ্ছিল। কিন্তু সৌম্য সরকার ও ইমরুল কায়েস সেই বড় টার্গেটকে যেন পুরোপুরি দুধ-ভাত বানিয়ে ছাড়লেন। দ্বিতীয় উইকেট জুটিতে তার যোগ করলেন ২২০ রান। এই জুটিতে এটি বাংলাদেশের নতুন রেকর্ড। দ্বিতীয় উইকেট জুটিতে সাকিব ও তামিমের গড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি বছরের ২২ জুলাইয়ের ২০৭ রানের রেকর্ডকে সরিয়ে দেন সৌম্য ও ইমরুল জুটি। শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যে কোন উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এই তালিকায় সবচেয়ে বেশি ২২৪ রানের রেকর্ড জুুটিটি গড়েছেন সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ, ২০১৭ সালের ৯ জুন, কার্ডিফে।
ওয়ানডেতে এক ম্যাচে জোড়া সেঞ্চুরির তৃতীয় নজিরও দেখল জিম্বাবুয়েকে হারানোর এই ম্যাচে বাংলাদেশ। সৌম্যর ১১৭ রানের সঙ্গে ইমরুল কায়েসের ৯৯ বলের সেঞ্চুরি। ওয়ানডে তে এর আগে এক ম্যাচে জোড়া সেঞ্চুরির কৃতিত্ব প্রথম দেখান মুশফিকুর রহিম ও তামিম ইকবাল জুটি, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে। এরপর কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালের ৯ জুনের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান সেঞ্চুরি করেন। চট্টগ্রামে ২৬ জুন, এক ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া সেঞ্চুরির এলিট তালিকায় নাম লেখালেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও ইমরুল কায়েস।
তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়ের বোলিংকে নিয়ে ইমরুল কায়েস যা করেছেন তার নাম- ছেলেখেলা! প্রথম ম্যাচে ১৪৪ রান। দ্বিতীয় ম্যাচে ৯০ রান। তৃতীয় ম্যাচেও সেঞ্চুরি। তিন ম্যাচের এক সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের নুতন রেকর্ডও ইমরুল কায়েসের। এতদিন ৩১২ রানের এই রেকর্ডটা ছিল তামিম ইকবালের। সেটাকে ছাড়িয়ে গেলেন ইমরুল তার সেঞ্চুরির এই ইনিংস খেলার পথেই।
এই ম্যাচের পর নিশ্চয়ই তামিমের কাছ থেকে একটা ফোন পাবেন ইমরুল; অভিনন্দন জানিয়ে ফোন!
কালের আলো/ওএইচ