নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩
প্রকাশিতঃ 10:45 am | November 04, 2021

কালের আলো সংবাদদাতা:
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোর থেকে এ সংঘর্ষ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাহেব আলী পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে সকালে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত হন। এছাড়াও গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতরা নরসিংদী সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কালের আলো/এসবি/এমএম