আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রকাশিতঃ 1:58 pm | October 27, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বুধবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুল বাসেত মজুমদার ছিলেন একজন আদর্শবান ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আব্দুল বাসেত মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি তাঁর পেশাগত অঙ্গনে অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত ছিলেন।অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী আব্দুল বাসেত মজুমদার ছিলেন একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট আইনজীবীকে হারালো।
পররাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কালের আলো/টিআরকে/এসআইএল