দিল্লিতে আদালত কক্ষে গোলাগুলি, নিহত ৪

প্রকাশিতঃ 3:28 pm | September 24, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

ভারতের রাজধানী দিল্লির একটি আদালতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বন্ধুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। যে চারজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ভয়ঙ্কর ‘গ্যাংস্টার’ রয়েছেন। তার নাম জিতেন্দের গোগী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই দুই বিরোধী দুষ্কৃতীকারী দলের মধ্যে গুলির লড়াই শুরু হয়। বেশ কিছু দুষ্কৃতীকারী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল।

কুখ্যাত দুষ্কৃতীকারী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সে রকম এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তার বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীকারীরা তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েক জন আইনজীবীদের পোশাক পরেই আদালত চত্বরে ঢুকে ছিল বলে জানিয়েছে পুলিশ।

গোগীর উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ গ্যাঙের সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ পুলিশের। গ্যাঙস্টারের গুলি চালনার মধ্যেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। সেই গুলিতে দুষ্কৃতীকারী গ্যাঙেরও দু’জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল