পানিপড়া দিয়ে করোনার চিকিৎসা করা ওঝা মারা গেলেন করোনায়

প্রকাশিতঃ 8:53 pm | September 23, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

তার পড়া বা মন্ত্রপূত পানি করোনা সারাতে পারে— এমন দাবি তোলা এক ওঝা নিজেই মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। বুধবার (২২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ঘটেছে এই ঘটনা।

মৃত ওই ওঝার নাম এলিয়ান্থা হোয়াইট (৪৮)। শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গন, বিনোদন ক্ষেত্রের তারকাদের পাশাপাশি দেশটির শীর্ষ রাজনীতিকদেরও ‘চিকিৎসাসেবা’ দিতেন তিনি। এমনকি দেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও রয়েছেন এলিয়ান্থার রোগীর তালিকায়।

২০১০ সালে এলিয়ান্থা হোয়াইট প্রথম আলোচনায় আসেন। তখন হাঁটুর ইনজুরিতে ভূগছিলেন টেন্ডুলকার। তখন টেন্ডুলকার দাবি করেছিলেন, তার হাঁটুর সমস্যা সারাতে ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কান এই ওঝা। এতেই নাকি তিনি ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। তখন তাকে প্রকাশ্যে ধন্যবাদ দিয়েছিলেন টেন্ডুলকার। ওই বছরই তিনি দাবি করেন যে, ইংলিংশ কিংবদন্তি ফুটবলার ডেভিড ব্যাকহ্যামের হাঁটুর চোট নাকি সারিয়ে তুলেছেন। যদিও এর প্রমাণ পাওয়া যায়নি।

পরের বছর ২০১১ সালে এলিয়ান্থা হোয়াইটের চিকিৎসা নেওয়ার পর উপুল থারাঙ্গা আইসিসির ডোপ টেস্টে ধরা পড়েন! তখনকার প্রেসিডেন্ট রাজাপক্ষের অনুরোধে নাকি ইয়ান বোথামের হাড়ের ব্যথাও সারিয়ে দিয়েছিলেন হোয়াইট। করোনাভাইরাসের আগ্রাসনের সময় তিনি দাবি করেছিলেন, তার ‘পবিত্র জল’ বা পানিপড়ায় নাকি পৃথিবী থেকে করোনা পালাবে। অবশেষে গতকাল বুধবার সেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েই হোয়াইট পৃথিবীর মায়া কাটিয়েছেন।

শ্রীলঙ্কা ও ভারতের মূলধারার চিকিৎসকেরা হোয়াইটকে ভণ্ড বলতেন। হোয়াইট দাবি করতেন, তিন হাজার বছরের পুরোনো আয়ুর্বেদশাস্ত্র ব্যবহার করে তিনি এসব করেন। কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকেরাও তার চিকিৎসাকে ভিত্তিহীন বলেছিলেন। গত নভেম্বরে হোয়াইট ঘোষণা করেন যে, পবিত্র জল দিয়ে ভারত ও শ্রীলঙ্কার করোনা তাড়াবেন। শ্রীলঙ্কার সে সময়কার স্বাস্থ্যমন্ত্রী পবিত্র বান্নিয়ারাচ্চি এই প্রস্তাবে সমর্থন দেন। কিন্তু তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়ে দুই মাস হাসপাতালে ঘুরে পদ হারান। হোয়াইটের পানিপড়া কর্মসূচিও ভেস্তে যায়।

কালের আলো/টিআরকে/এসআইএল