মাঝপথে বন্ধ হওয়া আইপিএল শুরু হচ্ছে আগামীকাল

প্রকাশিতঃ 9:07 pm | September 18, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

মহামারি করোনাভাইরাসের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের খেলা। ভারতে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় আইপিএলের দ্বিতীয় পর্বের খেলাগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেন আয়োজকরা।

আগামীকাল রোববার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আট দলের এই আসরের প্রথম অংশ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস। এরপরই আছে, চেন্নাই, ব্যাঙ্গালুরু ও মুম্বাই।

এবার গ্যালারিতেও থাকছে দর্শক। সব মিলিয়ে জমজমাট এক লড়াই হতে যাচ্ছে আসরের দ্বিতীয় দফার এই আয়োজনে। তবে আসরের জৌলুস কিছুটা হলেও ফিকে হয়ে যাবে তারকাদের অভাবে।

বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জোফরা আর্চার ও ক্রিস ওকস খেলবেন না। কলকাতা পাবে না প্যাট কামিন্সকে। সাকিব আল হাসান এবার খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস। সাকিবের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। তিন ম্যাচে করেছেন মাত্র ৩৮ রান, বল হাতে নিয়েছেন দুই উইকেট। তবে নতুন দল রাজস্থানের হয়ে মোস্তাফিজের পারফরম্যান্স ভালো ছিল।

এদিকে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনের বিকল্প হিসেবে কোহলির ব্যাঙ্গালুরু দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং সিঙ্গাপুরের ব্যাটসম্যান টিম ডেভিডকে। এছাড়া ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার পেসার বেন ডুয়ারসুইসকে দলে নিয়েছে দিল্লি।

আটটি ফ্র্যাঞ্জাইজি দলের এই টুর্নামেন্টে শীর্ষে আছে দিল্লী ক্যাপিটালস। আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস। ১৫ অক্টোবর দুবাইয়ে হবে আসরের ফাইনাল ম্যাচ।

কালের আলো/টিআরকে/এসআইএল