আনিকা কবির শখের ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান

প্রকাশিতঃ 7:03 pm | September 18, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

সব জল্পনা-কল্পনার পর বিয়ের ঘোষণার আগেই সন্তানের মা হওয়ার খবর জানান জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এবার প্রকাশ্যে দেখা গেলো শখের বেবি বাম্প। বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবি আজ (১৮ সেপ্টেম্বর) ফেইসবুকে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে শখের বেবি শাওয়ার আয়োজনের কিছু মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও। সেখানে শখকে প্রথম দেখায় অনেকেই চিনতে পারছেন না। অনেকটাই মুটিয়ে গেছেন তিনি। শারীরিক পরিবর্তনের কারণে অনেকেই শখকে চিনতে হিমশিম খাচ্ছেন। এমনকি মিডিয়ায় এই অভিনেত্রীর অনেক সহকর্মীও তাকে দেখে চিনতে পারছেন না।

অভিনেত্রী নাজিয়া হক অর্ষা লিখেছেন- ‘শখকে চেনা যাচ্ছে না কেন?’ তার সেই মন্তব্যের জবাবে শখের ছবি পোস্ট দানকারী লিখেছেন- ‘অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই শখের এই অবস্থা।’ সেই পোস্টে অনেকেই শখকে অভিনন্দন জানিয়েছেন।

কয়েকদিন আগে মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শখ। সে সময় শখ বলেন, এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমার দিন কেটে যায় অনাগত নতুন মানুষের কথা ভাবতে ভাবতে। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। আমি সময়টাকে উপভোগ করছি। সবার কাছে অনাগত সন্তানের জন্য দোয়া চাই।

ভক্তদের উদ্দেশ্যে এ অভিনেত্রী, আমরা দুটি মানুষ খুব ভালো আছি। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন।

২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শখ। তার স্বামীর নাম রহমান জন, পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মধ্যে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসাতেও থাকেন।

কালের আলো/টিআরকে/এসআইএল