বিয়ের চারদিন পরেই স্বামীকে নিয়ে শুটিংয়ে মাহি
প্রকাশিতঃ 8:02 pm | September 17, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন করে ঘর বেঁধেছেন। গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেছেন তিনি। যদিও তাদের বিয়ের গুঞ্জন অনেক আগে থেকেই শোনা গিয়েছিল। তবে ওইদিনই মাহি বিয়ের ছবিসহ খবরটি নিশ্চিত করেছেন।
নতুন স্বামীকে নিয়ে সবাই হানিমুনে গেলেও মাহির ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম। বিয়ের পরদিনই স্বামী রাকিব সরকারকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে যান তিনি।।
সেখানে স্বামীর সঙ্গে দুই দিন একান্তে সময় কাটান। এরপর ফেরেন ঢাকায়। নতুন খবর হচ্ছে, বিয়ের চার দিনের মাথায়ই নতুন স্বামীকে সঙ্গে করে নিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন এ নায়িকা। বিয়েরর ঘোষণার আগে থেকেই ‘বুবুজান’ সিনেমার শুটিং করে আসছিলেন মাহি। বিয়ের চার দিন পর এফডিসিতে ছবিটির শুটিংয়ে বৃহস্পতিবার যোগ দেন মাহি। এ সময় নতুন স্বামী রাকিবকেও শুটিংয়ে সঙ্গে নিয়ে আসতে দেখা যায় ।
মাহি বলেন, আমার এখন পুরোপুরি কাজে মনোযোগ। তাই ব্যক্তিগত সব কাজ গুছিয়ে দ্রুত কাজে ফিরলাম।এমনিই করোনার কারণে অনেক ছবির কাজ আটকে রয়েছে, দ্রুত সেসব কাজ শেষ করতে চাই। এর বাইরে আপাতত কোনো দিকে আর মনোযোগ দিতে চাই না।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। উভয়ের দ্বিতীয় বিয়ে এটি। মাহির আগের ঘরে কোনো সন্তান না থাকলে ও রাকিবের আগের ঘরে দুই সন্তান রয়েছে।
কালের আলো/টিআরকে/এসআইএল