৯০ দিন পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

প্রকাশিতঃ 7:10 pm | September 17, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

মহাকাশে ৯০ দিন অবস্থানের পর চীনের তিন নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে মহাকাশে নভোচারীদের নিয়ে দেশটির সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান শেষ হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১ টা ৩৫ মিনিটে চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার গোবি মরুভূমির স্টেশনে তাদের বহনকারী নভোযান শেনঝৌ-১২ অবতরণ করেছে।

এর আগে গত ১৭ জুন এই মরুভূমি থেকেই পৃথিবী ছেড়ে মহাকাশে গিয়েছিলেন তিন নভোচারী। সেখানে অবস্থানের সময়টিতে তারা নানা কাজ করেছেন।

মহাকাশে চালানো নানা পরীক্ষা-নিরীক্ষার তথ্য–উপাত্ত পৃথিবীতে পাঠানোসহ অভিযানের অংশ হিসেবে ঘণ্টাব্যাপী মহাকাশে হাঁটাহাঁটিও করেছেন নভোচারীরা।

চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদন বলছে, মহাকাশ স্টেশনে থাকাকালীন এই তিন নভোচারী বিভিন্ন কাজ করেন। পৃথিবীতে বিভিন্ন রকম তথ্য পাঠানো পাঠিয়েছেন তারা।

সম্প্রতি কয়েক বছর ধরে মহাকাশ গবেষণার ওপর জোর দিয়েছে চীন। সে অনুযায়ী কাজও করছে অর্থনৈতিকভাবে আধিপত্য বিস্তারকারী দেশটি। ২০১৯ সালে চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের সবচেয়ে দূরের অংশে রোবট পরিচালিত রোভারযান পাঠিয়েছিল।

আন্তর্জাতিক স্পেস স্টেশন প্রকল্পে চীনকে অংশ নিতে দেয়া হয়নি। ফলে তারা নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করেছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পে তারা রাশিয়া, ইউরোপ, জাপান এবং কানাডার সাথে একযোগে কাজ করছে।

কালের আলো/টিআরকে/এসআইএল