৯ রানে ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের
প্রকাশিতঃ 4:51 pm | September 01, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপাকে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৩.৬ ওভারে মাত্র ৯ রান সংগ্রহ করতেই প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারী দলটি।
শুরুটা করেছিলেন মেহেদী হাসান। একদম ইনিংসের প্রথম ওভারেই। রবীন্দ্র রাচিনকে কোনো রান করার আগেই সাজঘরে ফেরান। এরপর আঘাত হানেন অভিজ্ঞ সাকিব আল হাসান। অনভিজ্ঞ নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপ যে স্পিনের বিপক্ষে কতটা অসহায়, সেটাই যেন স্পষ্ট হয়ে ওঠে আরেকবার।
সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কঠিন বায়ো-বাবল নীতির কারণে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে খেলাতে পারেনি বাংলাদেশ। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসও। দুজনই আজ একাদশে ঢুকেছেন। একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যর্থ হওয়া সৌম্য সরকারের।
অজিদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলা মোসাদ্দেক হোসেন সৈকতেরও জায়গা হয়নি আজকের একাদশে। দুর্দান্ত ফর্মে থাকা পেসার শরিফুল ইসলামকেও রাখা হয়নি একাদশে।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের একাদশ: রাচিন রবিন্দ্র, টম বান্ডেল, উইলি ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনের, জ্যাকব ডাফি।
কালের আলো/টিআরকে/এসআইএল