বোয়ালখালীতে ৭৪ রোহিঙ্গা আটক
প্রকাশিতঃ 1:20 pm | August 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই পুরুষ। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে সেখানে বসবাস করছিল।
মঙ্গলবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) সুমন কান্তি দে বলেন, এসব রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, আটক হওয়া মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে মামলার পর আদালতে তোলা হবে।
এর আগে চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে বোয়ালখালীর কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।
কালের আলো/টিআরকে/এসআইএল