ময়মনসিংহ বিভাগের তৃতীয় বর্ষপূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিতঃ 5:52 pm | October 13, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান এ র‌্যালির উদ্বোধন করেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে তৃতীয় বর্ষপূর্তির কেক কাটা হয়।

পরে দুপুরে বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহেতেশামুল আলম, স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. এমএ গণি, মাউশি’র পরিচালক আজহারুল ইসলাম আরজু, জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ।

কালের আলো/ওএইচ