বিশ্ববাজারে মুক্তি পেতে যাচ্ছে শাওমির ব্ল্যাক শার্ক

প্রকাশিতঃ 1:50 pm | October 13, 2018

টেক ডেস্ক, কালের আলো:

অবশেষে সারা বিশ্বে অপেক্ষায় থাকার গেমারদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। চীনের পর এবার বিশ্ববাজারে মুক্তি পেতে যাচ্ছে শাওমির গেমার সিরিজ ফোন ব্ল্যাক শার্ক। চীনে রেজার ফোনের এর সঙ্গে পাল্লা দিতে ব্ল্যাক শার্ক উন্মোচন করেছিল শাওমি।

সম্প্রতি চিনের সার্টিফিকেশান ওয়েবসাইটে ব্ল্যাক শার্ক এর পরবর্তী ভার্সান দেখা গিয়েছে। এবার ব্ল্যাক শার্ক-এর গ্লোবাল ওয়েবসাইট লাইভ হল। ফলে বিশ্ব বাজারে ব্ল্যাক শার্ক উন্মোচন এখন শুধুই সময়ের অপেক্ষা।

যা যা থাকছে এই ফোনে:
লিকুইড কুলিং সিস্টেম সমৃদ্ধ শাওমি ব্ল্যাক শার্ক ২ তে থাকছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, অ্যাড্রেনো ৬৩০ জিপিইউ, ৮ জিবি র‍্যাম। মূলত ভারি গেম খেলার সময় একাধিক স্তরে ফোনটিকে ঠাণ্ডা রাখবে এই লিকুইড কুলিং সিস্টেম । ফলে একটানা গেম খেলে ফোন গরম হবে না। এছাড়াও ফোনের তাপমাত্রা ৮ ডিগ্রি পর্যন্ত নামিয়ে আনার ক্ষমতা রয়েছে কুলিং সিস্টেমটির।

আগের মডেলের থেকে নতুন মডেল আকারে একটু ছোট হলেও ফোনে থাকবে একটি ৫.৯৯ ইঞ্চি ফুলএইচডিপ্লাস ডিসপ্লে। তবে এবার ফোনটির ক্যামেরাতেও থাকছে বিশেষত্ব । এর সামনে থাকবে এফ/২.২ অ্যাপারচারের ২০ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে এফ/১.৭৫ অ্যাপারচারের ২০ ও ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।

ফোনের ভিতরে থাকছে ৪ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি।বাংলাদেশের বাজারে এর আনুমানিক অফিশিয়াল মুল্য হতে পারে ৪৪ হাজার ৯০০ টাকা

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email