২০ দলীয় জোটের বৈঠক স্থগিত
প্রকাশিতঃ 1:47 pm | October 13, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৈঠক স্থগিত করেছে দলটি।
শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার দুপুরে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি-যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৃহত্তর ঐক্যের দাবি ও লক্ষ্য ঘোষণা করার কথা রয়েছে। ডা. কামাল হোসেনের বাসায় বিকেল চারটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী কর্মসূচিও আসতে পারে এই বৈঠক থেকে।
কালের আলো/ওএইচ