‘সরকারের হয়ে আদালত ফরমায়েশি রায় দিয়েছে’

প্রকাশিতঃ 8:30 pm | October 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপিকে নেতৃত্ব শূন্য করার হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের হয়ে আদালত ফরমায়েশি এই রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, আমরা এই রায় প্রত্যাখ্যান করেছি। বিচার বিভাগ স্বাধীন হলে এই মিথ্যা মামলা থেকে তারেক ও বিএনপি’র নেতারা খালাস পেতেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের আঠারবাড়ী বিল্ডিং এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এ বিক্ষোভ মিছিলে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শাহ শিব্বর আহম্মেদ ভুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আজিজ, প্রচার সম্পাদক কায়কোবদ মামুন, কোষাধ্যক্ষ রতন আকন্দ, জেলা শ্রমিক দল সভাপতি আবু সাঈদ, তাতীঁদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ওলামা দলের সাধারণ সম্পাদক মওলানা মোমেন, বিএনপি নেতা আনির প্রমুখ।

কালের আলো/ওএইচ