ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

প্রকাশিতঃ 12:14 pm | July 22, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

ঈদের দ্বিতীয় দিনেও (বৃহস্পতিবার) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনে পেশাদার কসাইয়ের সংকটের কারণে অনেকে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানীর পুরান ঢাকার কাপ্তান বাজার, গুলিস্তান, বংশাল, নয়াবাজার, বংশাল পুকুরপাড়, নয়াবাজার, সিক্কাটুলি, আলুবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পশু জবাই হচ্ছে।

মূলত ঈদের দিনে যারা কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিনে পশু জবাই করছেন। তবে, কেউ কেউ আছেন যারা ঈদ ও দ্বিতীয় দিনেও করছেন। কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

রীতিমত ঈদের পরের দুইদিন কোরবানি করা যায়। এই জন্যে কসাই না পাওয়া ও চাপ কম থাকায় পরের দুইদিনে অনেকেই কোরবানি করে থাকেন।

কালের আলো/বিএস/এমএইচ