আসামি গ্রেপ্তারের পর পরীমনি বললেন, ‘ভরসা পাচ্ছি’
প্রকাশিতঃ 6:56 pm | June 14, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পরপরই আসামিরা গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
আরও পড়ুন: তিন ‘নারী সঙ্গী’ নিয়ে উত্তরায় লুকিয়ে ছিলেন নাসির
তিনি বলেছেন, ‘এত দ্রুতই প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন ভরসা পাচ্ছি। নিশ্চিন্ত হলাম। বাঁচতে পারব। বাকি অভিযুক্ত ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।’
সোমবার (১৪ জুন) কালের আলোর সঙ্গে আলাপকালে পরীমনি এ স্বস্তি প্রকাশ করেন।
এর আগে সোমবার নাসির ইউ মাহমুদসহ ছয়জনকে আসামি করে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন পরীমনি। পরে দুপুরের মধ্যে প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: নাসির উদ্দিনসহ ৫ জন গ্রেফতার
এদিকে রাজধানীর বনানীর ১৯/এ নম্বর রোডে যে বাড়িতে পরীমনি থাকেন, সেই বাড়ির সামনে তার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত করা হয়েছে।
জানা যায়, গত ৮ জুন বোন, অমিসহ বের হয়েছিলেন পরীমনি। এরপর মর্মান্তিক ওই ঘটনার পর এ বাসাতেই আবার ফেরেন। এই বাসাতেই রোববার (১৩ জুন) রাতে সংবাদ সম্মেলন করা হয়।
কালের আলো/এমএ/এসবিআর