করোনা চিকিৎসায় নতুন অ্যান্টিবডি থেরাপি, ১২ ঘণ্টায় সুস্থ ২ জন
প্রকাশিতঃ 11:44 pm | June 10, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
করোনাভাইরাসের চিকিৎসায় নতুন মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি ব্যবহারে কার্যকর ফল মিলেছে। অ্যান্টিবডি প্রয়োগের ১২ ঘণ্টার মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনার উপসর্গের প্রথম সাত দিনের মধ্যে এ দুই রোগীর শরীরে এটি প্রয়োগ করা হয়। এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও অপরজন ৮০ বছর বয়সী। তিনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
এএনআই জানিয়েছে, নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে নতুন ওই অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করা হয়।
হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচণ্ড জ্বর, কাশি, দুর্বলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন ৩৬ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মী। উপসর্গ দেখা দেওয়ার ষষ্ঠ দিনে তার শরীরে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগ করা হয়। এই অ্যান্টিবডি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে তার অবস্থার উন্নতি হয় এবং হাসপাতাল থেকে তাকে ছাত্রপত্র দেওয়া হয়।
কালের আলো/টিআরকে/এসআইএল