প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেরা ৪০ অর্জন
প্রকাশিতঃ 10:21 pm | May 17, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই বছরের ২৩ জুন প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এরপর ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে একই বছরের ১২ জানুয়ারি টানা দ্বিতীয় ও মোট তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
সর্বশেষ গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড গড়েছেন তিনি।
রাষ্ট্রনায়ক এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনের পাল্লা বেশ ভারি। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দিবারাত্রী কাজ করে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর পূর্তি আজ।
৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কালের আলোর পাঠকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেরা ৪০টি অর্জন তুলে ধরা হলো-
- স্বৈরাচারের পতন ঘটিয়ে এবং অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।
- বিরোধি দলে থেকেও সংসদীয় গণতন্ত্র প্রবর্তনে ক্ষমতাসীন দলকে বাধ্য করা।
- দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় আনা।
- ইনডেমনিটি অধ্যাদেশের মতো কালো আইন বাতিল করা।
- পার্বত্য শান্তি চুক্তি।
- গঙ্গাঁর পানি চুক্তি।
- ২০০১ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজীর স্থাপন।
- খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন।
- কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যে সেবা নিশ্চিত করা।
- উপমহাদেশে প্রথম দেশ হিসেবে বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করা।
- আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষের আশ্রয় প্রদানের ব্যবস্থা।
- ডিজিটাল বাংলাদেশ বির্নিমান।
- যুদ্ধাপরাধীদের বিচার।
- প্রচলিত আইনে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের বিচার সম্পন্ন করা।
- একুশে টেলিভিশনের মাধ্যমে বেসরকারী খাতে টেলিভিশন চালুর অনুমতি প্রদান।
- ভারতের সংগে স্থল সীমান্ত বিরোধ নিস্পত্তি।
- ভারত ও মিয়ানমারের সাথে আইনী লড়াইয়ের মাধ্যমে সমুদ্র বিজয়।
- নারীর ক্ষমতায়নের এক অনন্য নজীর স্থাপন।
- একটি মোবাইল ফোন কোম্পানীর মনোপলি ভেঙ্গে একাধিক ফোন কোম্পানী উন্মুক্ত করে দেয়া।
- স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের আত্ম প্রকাশ।
- শেখ হাসিনার রাষ্ট্র চিন্তা দর্শন ‘জনগনের ক্ষমতায়ন’ জাতিসংঘে সর্বসম্মত ভাবে গৃহীত।
- মাতৃ মৃত্যু হার এবং শিশু মৃত্যু হার কমানোর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরুস্কার।
- গড় আয়ু বৃদ্ধি।
- উন্নয়নের সব সুচকে পাকিস্তানকে পিছনে ফেলা।
- বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতড়ন।
- স্নাতক পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা।
- মৎস্য ও প্রাণীজ আমিষ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।
- তথ্য অধিকার কমিশন গঠন।
- জাতীয় মানবাধিকার কমিশন গঠন।
- ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠন।
- সকল মানুষের জন্য গৃহের উদ্যোগ।
- দারিদ্র বিম্রোচনে আমার বাড়ী আমার ঘর উদ্যোগ।
- প্রত্যেক মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার উদ্যোগ।
- মেট্রো রেল প্রকল্প।
- কর্ণফুলী টানেল।
- পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ^ নেতৃত্ব।
- জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ দমন।
- সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং শান্তিরক্ষা মিশনে সাফল্য।
- দশ লাখের বেশী রোহিঙ্গাকে আশ্রয় প্রদান।
- নিজের টাকায় পদ্মা সেতু।
কালের আলো/এসজে/এমএম