কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সেনা অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিতঃ 7:29 pm | May 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছেন সেনাবাহিনী।

শনিবার (৮ মে) অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জানা যায়, বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা উখিয়া সেনা ক্যাম্পের দুটি টহলদল ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ টহলদল কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের হেডমাঝির বাসায় অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসময় অভিযুক্ত মো. আব্দুল গণি পলাতক ছিলেন।

সেনা সূত্র আরও জানায়, উখিয়া আর্মি ক্যাম্পের টহলদলের উদ্ধার করা অবৈধ অস্ত্র ও গুলি পুলিশকে হস্তান্তর করা হয়েছে। এ ব‍্যাপারে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

কালের আলো/এসকে/এমআরবি