লকডাউনে ঢাকার প্রকৃতিতে প্রাণের সঞ্চার
প্রকাশিতঃ 4:04 pm | May 03, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ব্যস্ত ঢাকা শহর থমকে গেছে মহামারি করোনায়। তবে দমে যায়নি প্রকৃতি, বরং রঙ ছড়াচ্ছে বহুগুণে। প্রকৃতির এই লাবণ্যে আজ সবাই মাতাল। বৈশাখের খরতপ্ত দিনে ঢাকার প্রকৃতিতে আজ রঙের ছড়াছড়ি। কৃষ্ণচূড়া তার সবটুকু রঙ ঢেলে নিজেকে করেছে উজাড়। পাল্লা দিয়ে রাধাচূড়াও কম মুগ্ধ করেনি। সোনালু রুপ মিলেছে তার ঝার লণ্ঠনের আবায়। আছে জারুল, নাম না জানা ফুলেরা। এ যেন ফুলের মিতালী।
তপ্তরোদে যখন পুরছে নগরী তখন চলতি পথেও এমন রঙিন আবায় নিশ্চিত নজর কারে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যখন গনপরিবহনে বিধিনিষেধ তখন দূষণের নগরীতে যেন একটু খানি হাঁটছেরে বেঁচেছে প্রকৃতি।
এম পরিবেশে বেড়েছে পাখিদের আনাগোনা। পাখি-প্রকৃতির এমন মিতালি রাজধানীতে সর্বশেষ কবে নজরে এসেছে তা হয়তো আমরা ভুলেই গেছি।
নিসর্গবিদ মোকারম হোসেন বলেন, আমাদের পুরো বছরটাকেই আমরা বর্নাট্য রাখতে পারি। সিগ্ধ রাখতে পারি, সুশোভিত করতে পারি। প্রকৃতিতে যেসব ফুল আছে সেগুলোকে আমরা যদি পরিকল্পিত রাখতে পারি, তাহলেই সেটা সম্ভব আর কি। আমরা প্রকৃতির জায়গাগুলো দখল করে বিচরণ করছি। সেখানে প্রকৃতি সংকোচিত হয়ে যাচ্ছে। বন সংকোচিত হয়ে যাচ্ছে। গাছ বিবর্ণ হয়ে যাচ্ছে। আমরা যদি প্রকৃতিকে সুযোগ দেই তাহলে প্রকৃতি তার মতো করে বেড়ে উঠতে পারবে এবং প্রকৃতি চমৎকার ভাবে বেচে থাকতে পারবে।

যে সময় বাড়ছে পরিবেশের তাপমাত্রা। ঢাকা সেই পাল্লায় সবচেয়ে এগিয়ে তখন এসেছে প্রকৃতিকে কাছে টানার পরামর্শ। বলা হচ্ছে লাগাতে হবে বেশি বেশি গাছ।
করোনায় যখন সব কিছু স্থবির তখন প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে। এই রাজধানী ঢাকায় লকডাউনের বন্ধ সব কিছুর মধ্যেও প্রকৃতি যেন তার সমস্ত রূপ ও রং উজাড় করে দিয়েছে। চোখের আরাম হচ্ছে আমরা বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি। আর এতেই বুঝা যায় যদি প্রকৃতিকে নিজের মতো করে বাড়তে দেওয়া যায়। রূপ ছড়াতে দেওয়া যায় তাহলে প্রকৃতিও ভালোবাসায় ফিরিয়ে দেয় ভরিয়ে দেয় দ্বিগুণ।

কালের আলো/এসজে/এমজেআরবি