মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁও থানার ওসিকে বাধ্যতামূলক অবসর
প্রকাশিতঃ 10:27 am | April 20, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নারায়ণঞ্জে রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীসহ আটকের ঘটনায় অপেশাদার আচরণের কারণে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে।
সোমবার (১৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. রফিকুল ইসলাম পুলিশ পরিদর্শক নিরস্ত্র, পুলিশ লাইন্স নারায়ণগঞ্জে সংযুক্ত (সাবেক অফিসার্স ইনচার্জ সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ জেলা) কে তার চাকরি জীবনের ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ আইনে) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে যান। ওই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন তিনি। কথিত স্ত্রীসহ রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর ব্যাপক তাণ্ডব চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নেয় হেফাজত নেতাকর্মীরা। রয়্যাল রিসোর্টসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর করা হয়। এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়।
রিসোর্টকাণ্ডের পর দিনই সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয় নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে। এরপর সোমবার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।
কালের আলো/কেএসডি/এমএম