রমজান উপলক্ষে ৬৫০টি পণ্যের দাম কমিয়েছে কাতার
প্রকাশিতঃ 10:16 pm | April 06, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
আসন্ন রমজান উপলক্ষে ৬৫০টি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। সোমবার (৫ এপ্রিল) দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়, ২০২১ সালের রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য ৬৫০টি পণ্যের দাম কমানো হয়েছে। সেসব পণ্যের তালিকা টুইটে দেওয়া হয়।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এটি (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে এবং চলবে শেষ রোজা পর্যন্ত। উল্লেখযোগ্য পন্যগুলো হচ্ছে, পাস্তা, চিনি, ফুল, মুরগি, মিল্ক ওয়েল, মধু, মাখন ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য।
রমজান মাসে সাধারণত খরচ বৃদ্ধি পায়, কিন্তু ওই মাসে ক্রেতারা যাতে কম মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন সেজন্য দেশটির বড় বড় সুপারমার্কেটের সঙ্গে সমন্বয় করে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থ ও শিল্প মন্ত্রণালয়। ফলে এখন থেকে আগামী ৩০ রমজান পর্যন্ত এই দাম কার্যকর থাকবে কাতারের সর্বত্র।
কালের আলো/এসএস/এলএম