রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭
প্রকাশিতঃ 3:27 pm | March 26, 2021

কালের আলো সংবাদদাতাঃ
রাজশাহী মহানগরের কাটাখালী এলাকায় লেগুনার (হিউম্যান হলার) সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এসময় বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে, মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পরপরই ওই মাইক্রোটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীরা পুড়ে গেছেন। তাদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে ৬ জনের।
তিনি আরও জানান, দুপুরে কাটাখালী মোড়ে রংপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।
কালের আলো/বিএম/এনএল