গুলশানে ভবনে বিস্ফোরণ, নিহত ১

প্রকাশিতঃ 4:29 pm | January 13, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয়ে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ওই বহুতল ভবনে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয় এবং এনসিসি ব্যাংকের বারিধারা শাখা রয়েছে।

ফায়ার সদরদফ্তরের ডিউটি অফিসার রিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কালের আলো/এসবি/এমআরকে