ময়মনসিংহে ১২টি মাথার খুলিসহ দুই বস্তা হাড়গোড় উদ্ধার
প্রকাশিতঃ 4:52 pm | November 15, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে মানুষের ১২টি মাথার খুলি, দুই বস্তা মানবদেহের হাড়গোড় ও কেমিক্যাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাপ্পী (৩২) নামে এক যুবককে আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত ২টার দিকে নগরীর আর.কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে এসব উদ্ধার করা হয়। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে। এসব হাড়গোড় বিদেশে পাচারের উদ্দেশে সংগ্রহ করা হয়েছিল।
আটককৃত ওই ব্যক্তি এর আগেও কঙ্কাল চুরির মামলায় ছয় মাস কারাবন্দী ছিল। এ ঘটনায় অন্যান্য যারা জড়িত আছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
কালের আলো/ডিএসবি/এমএম