ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

প্রকাশিতঃ 6:29 pm | August 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

বুধবার (১৫ আগস্ট) ঐতিহ্যবাহী অানন্দমোহন কলেজ প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিবের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এতে জেলা ও আনন্দমোহন কলেজ ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মী অংশ নেয়।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কালের আলো/ওএইচ