বেনাপোলে ৯টি পিস্তল ও গুলিসহ আটক ১

প্রকাশিতঃ 6:19 pm | October 30, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে পিস্তল ও গুলিসহ হাবিবুর রহমান বিশ্বাস নামে একজনকে আটক করেছে র‍্যাব ৬।

শুক্রবার(৩০ অক্টোবর) দুপরে তাকে আটক করা হয়।

আটকের সময় হাবিবুর রহমানের বাড়ি থেকে নয়টি নাইন এমএম পিস্তল, ১৯টি ম্যাগজিন ও ৪৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, ভারত থেকে আসা বিপুল অস্ত্রের চালান পুটখালিতে মজুদ করা হচ্ছে এমন খবর পায় র‌্যাব। পরে পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমানের বাড়িতে আজ শুক্রবার দুপুরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় নয়টি নাইন এমএম পিস্তল, ১৯টি ম্যাগজিন ও ৪৯ রাউন্ড গুলিসহ হবিবরকে আটক করা হয়।

তিনি জানান, আটক হাবিবুর দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

কালের আলো/এসএ/এমএইচ