মাস্ক কেলেঙ্কারি : জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

প্রকাশিতঃ 2:27 pm | September 29, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নকল মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ‌্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুর রাজ্জাক ও কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক সহকারী পরিচালক উপপরিচালক জাকির হোসেনসহ সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে।

আবদুর রাজ্জাককে দুদকে আনা হচ্ছে বলে জানা গেছে। দুপুর ২টায় এ বিষয়ে ব্রিফিং করবে দুদক।

কালের আলো/এসবি/এমএইচএ