মিরপুরে বিদেশি মদসহ আটক ৩
প্রকাশিতঃ 11:50 am | September 05, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে বিদেশি মদসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. বাদশা (৪৭), মো. সালমান খালেদ (২৪) ও মো. ইউসুফ আলী (২২)।
জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১ এলাকায় আভিযান চালায়। অভিযানকালে ওই তিন মাদককারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আটকরা পারস্পরিক যোগসাজসে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রি করে আসছিল। ভবিষ্যতে এমন মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালের আলো/এসবি/এমএম