করোনায় আক্রান্ত বাদল রায়
প্রকাশিতঃ 10:06 pm | August 13, 2020

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায়। এখন নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাদল রায়।
করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন বাদল। সেখানে কোভিড-১৯ পরীক্ষার পর ফল পজিটিভ আসে। তবে আশার খবর হলো, চিকিৎসকের পরামর্শে আজ বুধবার বাসায় ফিরেছেন তিনি। বাসায় থেকেই চিকিৎসা নেবেন সাবেক এই তারকা ফুটবলার।
জানা যায়, বর্তমানে বাদল রায়ের অবস্থা খুব গুরুতর নয়। সামান্য গলা ব্যথা ছাড়া আর কোনো উপসর্গ নেই। তাই বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এর আগে ২০১৭ সালে মস্তিস্কে রক্তক্ষরণের কারণে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল বাদল রায়কে। পরে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পর সুস্থ দেশে ফেরেন মোহামেডানের এই কিংবদন্তি ফুটবলার।
কালের আলো/ডিএস/এমএম