‘মেধাবীদের মননশীল চেতনার চর্চা করতে হবে’

প্রকাশিতঃ 8:43 pm | July 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

মেধাবীদের মননশীল চিন্তা-চেতনার চর্চা করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, মেধাবীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাদের দেশকে ভালোবাসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে তাদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। আর এমনটি সম্ভব হলেই তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠবে।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে জেলার গৌরীপুরে এস.এস.সি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২ কৃতি শিক্ষার্থীকে স্থানীয় উপজেলা প্রশাসনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীকে স্থানীয় পাবলিক হলে এই সংবর্ধনা দেওয়া হয়।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিমের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম প্রমুখ।

কালের আলো/ওএইচ