ময়মনসিংহে হত্যা চেষ্টার আসামি গ্রেফতার

প্রকাশিতঃ 4:55 pm | July 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকা থেকে কুপিয়ে জখম করার ঘটনায় আকাশ (২৬) নামে এক হত্যা চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, নগরীর আকুয়া এলাকায় হত্যার চেষ্টার এজাহারভুক্ত এক আসামি অবস্থান করছে এমন সংবাদের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় র‌্যাব-১৪’র একটি আভিযানিক দল মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃতে ওই স্থানে অভিযান চালিয়ে আসামি আকাশকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় র‍্যাব-১৪।

কালের আলো/ওএইচ