ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কনস্টেবলসহ ২ জনের
প্রকাশিতঃ 2:42 pm | June 13, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলসহ দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল সাইফুল ও হাশেম (২৮) নামে এক যুবক।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, দিগারকান্দা বাইপাস মোড়ে দাঁড়িয়ে থাকা পাঁচ থেকে ছয়টি সিএনজি চালিত অটোরিকশা ও মাহেন্দ্রকে ঢাকা থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কালের আলো/ওএইচ