ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করলো ‘তারুণ্য’
প্রকাশিতঃ 1:08 am | June 13, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের নতুন কাপড় এই খুশির মাত্রাকে বাড়িয়ে দেয় বহুগুন। শিশুদের জন্য ঈদের কাপড়ের রয়েছে ভিন্ন মাহাত্ব্য।
ঈদের আনন্দের সবচেয়ে বেশি দাবিদার এই শিশুরাই। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক শিশু রয়েছে যাদের দৈনন্দিন জীবনের চাহিদাগুলোই থাকে অপূর্ণ।
ঈদের রঙ বেরঙের নতুন কাপড় তো তাদের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতই। প্রতিবারের ন্যায় এবারও ময়মনসিংহের ছিন্নমূল-সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শতাধিক শিশুর মাঝে নতুন জামা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।
মঙ্গলবার (১২ জুন) দুপুরে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু তাদের হাতে নতুন জামা তুলে দেন। এসময় অসহায় বৃদ্ধাদেরও নতুন শাড়ি দেওয়া হয়।
ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি শাহজালাল সৌরভের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, কলেজের স্টাফ কমিটির সেক্রেটারি শফিকুল ইসলাম, প্রভাষক সাইফুল ইসলাম, আব্দুস সামাদ কালাম, নাহিদ মন্ডল, তারুণ্য’র সাবেক সভাপতি আল মাকসুদুল হাসান ও সাবেক সাধারণ সম্পাদক প্রত্যয় পাল।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু বলেন, তারুণ্য প্রতি বছরই ছিন্নমূল, অসহায় শিশুদের মাঝে নতুন জামা তুলে দিয়ে তাদের ঈদকে আনন্দময় করে তুলতে কাজ করে যাচ্ছে। এসব শিশুদের মুখে হাসি ফুটাতে তাদের মত অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।
এসময় তারুণ্য’র সহ-সভাপতি উবায়দুল হক, তালহা যুবায়ের, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রিফাত, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদ, অর্থ সম্পাদক হাদিউজ্জামান হিমেল, সহ-অর্থ সম্পাদক উবাইদুর রহমান লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ