ময়মনসিংহে স্বাধীনতা দিবসে করোনা সচেতনতায় কাজ করবে মহানগর ছাত্রলীগ
প্রকাশিতঃ 3:19 pm | March 25, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ও লিফলেট বিতরণ করবে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি বলেন, করোনা ভাইরাসের বিস্তার এবং এর প্রভাবে বাজারে হ্যান্ড স্যানিটাইজারের স্বল্পতা এবং মূল্য বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে ৫০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে।
তিনি আরো বলেন, দুস্থ-রিকশাচালক ও দিন মজুরদের মাঝে চাল, ডাল ,তৈল, মুড়ি ও সাবান বিতরণ করা হবে।

কালের আলো/এনএম