কোপা ইতালিয়ার ৪-১ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান

প্রকাশিতঃ 9:47 am | January 15, 2020

কালের আলো ডেস্ক:

কোপা ইতালিয়ার শেষ ষোলোর ম্যাচে জয় বড় জয় পেয়েছে জায়ান্ট ইন্টার মিলান। ঘরের মাঠে ক্যালিয়ারিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আন্তেনিয়ো কন্তের ছেলেরা।

বেলজিয়ান ফরোয়ার্ড অব্যাহত রেখেছেন তার গোল অভিযান। মিলান নাইটের ম্যাচ মাত্র ১ মিনিট না গড়াতেই ক্যালিয়ারির জালে বল জড়ান রোমেলু লুকাকু। ২২ মিনিটে লিড ডাবল করেন বোরখা ভ্যালেইরো।

এরপর, দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে নিজের জোড়া আর ইন্টারকে ৩-০ এর লিড এন দেনে লুকাকু। ৭২ মিনিটে অলিভার গোলে ব্যবধান কমায় ক্যালিয়ারি। ৮০ মিনিটে আন্দ্রে রানোকিয়ার গোলে ৪-১ এ এগিয়ে যায় ইন্টার মিলান। এই ফলাফলেই শেষ হয় ম্যাচের ৯০ মিনিট।

কালের আলো/এএস/এডিবি