ময়মনসিংহে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কর পরিদর্শক ও এসআই গ্রেফতার

প্রকাশিতঃ 7:34 pm | November 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত সরকারী দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে ময়মনসিংহ দূর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার(০৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে দুদক।

তারা হলেন- পুলিশের সাবেক উপ-পরিদর্শক আব্দুল জলিল। তাকে নগরীর আকুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে নগরীর পুরোহিত পাড়া থেকে অবসরপ্রাপ্ত কর পরিদর্শক মোঃ মোকসেদ আলী (৬৫)কে গ্রেপ্তার করে দুদক।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো: ফারুক আহম্মেদ। তিনি জানান, ২০১৮ সালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের হয়। ওই মামলায় তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হয়।

কালের আলো/এনআর/এমএ