ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ আহত
প্রকাশিতঃ 12:25 pm | April 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালকসহ আরও দুইজন।
মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাইভেট কার যাত্রী পল্টুর (৩০) নাম জানা গেলেও তার স্ত্রীর নামসহ বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
আহতরা হলেন- ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ (২৭) ও রাজিব (২৯)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, স্থানীয় বাইপাস মোড় এলাকায় একটি তেলবাহী ট্রাকের সঙ্গে শহরমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে চালকসহ প্রাইভেটকারের চার যাত্রী আহত হন।
তাদের উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।