সাম্প্রতিক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার
প্রকাশিতঃ 5:32 pm | October 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাম্প্রতিক সফর নিয়ে আগামী বুধবার (০৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক এবং ভারত সফর নিয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিউইর্য়ক সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বেশ কয়েক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং নানা আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিট’ এ অংশ নিতে ০৩ থেকে ০৬ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিল্লি সফরে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয় দু’দেশের মধ্যে।
কালের আলো/এনআর/এমএম