মহাত্মা গান্ধীর আদর্শ ও শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ 10:34 am | October 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মহাত্মা গান্ধী একটি আদর্শের নাম। একটি ন্যায়ের নাম। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় অহিংস মতবাদ। তাই তার আদর্শ, কর্ম থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশকে ভালোবাসতে হবে।

বুধবার( ৩ অক্টোবর) বাংলাদেশস্থ ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্স ভবনে মহাত্মা গান্ধীর জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশসহ ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শিক্ষামন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী ছিলেন ত্যাগ ও সত্যের পূজারি। ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় অহিংস মতবাদ। তার এই দর্শনের উপর ভিত্তি করে গর্জে উঠেছিল অখণ্ড ভারতবর্ষ।

শিক্ষার্থী তথা নতুন প্রজন্মের প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তার আদর্শ, কর্ম থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশকে ভালোবাসতে হবে। গান্ধীজীর কর্মজীবন ক্ষমতার রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল না। আমরা যারা রাজনীতি করি, তাদেরও তার আদর্শ ও কর্মজীবন থেকে শিক্ষা নিতে হবে।

রীভা গাঙ্গুলী দাশ বলেন, ভারতের জাতির পিতার আবির্ভাবের ১৫০তম বর্ষে তাকে স্মরণ করছে সমগ্র ভারতবাসী। অবিচার-অনাচারের বিরুদ্ধে মহাত্মা গান্ধী অনুপ্রেরণা। তিনি রাজনীতির বাইরে পরিবেশের জন্য অনেক কাজ করে গেছেন, লিখে গেছেন।

কালের আলো/এনআর/এমএম