পাকিস্তানের আকাশপথে যেতে পারবেন না ভারতের রাষ্ট্রপতি

প্রকাশিতঃ 11:30 pm | September 07, 2019

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামী সোমবার (০৯ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সফরে বের হচ্ছেন। এজন পাকিস্তানের আকাশপথ ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি। কিন্তু তার অনুরোধে সাড়া দেয়নি ইসলামাবাদ।

পাকিস্তানের সংবাদমাধ্যমে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, পাকিস্তানের আকাশপথ ব্যবহারের জন্য ভারতের অনুরোধ নাকচ করা হয়েছে।

সফরে আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং স্লোভেনিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন রামনাথ কোবিন্দ। সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে তাদের সঙ্গে। সেক্ষেত্রে পাকিস্তান আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

এর আগে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরই ভারতের বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন ইমরান খান। তিনি পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুঁশিয়ারি দেন। এই পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতের রাষ্ট্রপতির বিমান যাওয়ার অনুরোধ নাকচ করে দেয়ায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালের আলো/বিআর/এএম