ময়মনসিংহে ‘বাংলালিংক নতুন দিনের কনসার্ট’ স্থগিত

প্রকাশিতঃ 1:01 pm | March 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে বাংলালিংক আয়োজিত শুক্রবারের ‘নতুন দিনের কনসার্ট’ অনিবার্য কারণে স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের জোনাল ম্যানেজার তারেক হায়দার দৈনিক কালের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলালিংকের ভেরিফাইড ফেসবুক পেইজে বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে । এতে বলা হয়- অনিবার্য কারণ বসত আগামী ২৩ মার্চ ময়মনসিংহে অনুষ্ঠিতব্য বাংলালিক আয়োজিত ‘নতুন দিনের কনসার্ট’টি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কনসার্টের পরবর্তি সময়সূচী শীঘ্রই জানানো হবে। যারা এসএমএস এর মাধ্যমে কনসার্টের টিকিট পেয়েছেন তাদের পরবর্তী ঘোষিত তারিখে কনসার্টে অংশগ্রহন করতে বর্তমান টিকিট-টি প্রযোজ্য হবে।’

 

 

কালের আলো/ওএইচ