সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় মিরপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিতঃ 11:21 pm | August 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় রাজধানীর মিরপুর-৭ নম্বর সেক্টরে চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি কালের আলোকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ।
তিনি জানান, সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুর ইসলাম জানান, এখানে প্রচুর অবৈধ গ্যাসের সংযোগ ছিল। পাশাপাশি লাইনগুলোও টানা হয়েছে প্লাস্টিকের পাইপ দিয়ে। যে কারণে আগুন ভয়ঙ্কর গতিতে ছড়িয়ে পড়ে। এছাড়া বস্তির অধিকাংশ ঘরই বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি।
প্রায় প্রতিটি ঘরই দ্বিতল। এগুলো খুবই দাহ্য পদার্থ, আগুনের সংস্পৃশে এসে দ্রুত জ্বলে উঠেছে। আগুনে অধিকাংশ ঘর ভস্মীভূত হয়ে গেছে। রাজধানীর রূপনগরের ঝিলপাড় বস্তিতে হাজার পাঁচেক মানুষের বসবাস।
স্থানীয়রা জানিয়েছেন, এখানকার বাসিন্দাদের বেশিরভাগই পোশাককর্মী, যারা ঈদের ছুটিতে গ্রামের ছিলেন।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার কিছু পর লাগা এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখানকার প্রায় ৫০ হাজার ঝুপড়ি ঘর।
জানা যায়, রাজধানীর রূপনগরের ঝিলপাড় বস্তিতে হাজার পাঁচেক মানুষের বসবাস।
স্থানীয়রা জানিয়েছেন, এখানকার বাসিন্দাদের বেশিরভাগই পোশাককর্মী, যারা ঈদের ছুটিতে গ্রামের ছিলেন।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার কিছু পর লাগা এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখানকার প্রায় ৫০ হাজার ঝুপড়ি ঘর।
কালের আলো/এনএল/এমআর