সরকারি সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 8:04 pm | August 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

চারদিনের সরকারি সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আগামী রোববার (১৮ আগস্ট) ভোরে তিনি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার(১৬ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সফরকালে তিনি ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ এবং সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও তিনি ইন্দোনেশিয়ার বেশ কিছু সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৩ আগস্ট দেশে ফিরবেন বলেও জানিয়েছে আইএসপিআর।

কালের আলো/বিও/এনএল