শিক্ষামন্ত্রীর অসুস্থ স্বামীর পাশে প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 7:33 pm | August 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ড. তৌফীক নাওয়াজকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১১ আগস্ট) দুপুর ১২টার পর তাকে দেখতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে যান তিনি।

সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা ড. তৌফীক নাওয়াজকে চিকিৎসার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী সেখানে থাকা শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ড. তৌফীক নাওয়াজকে পাশে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এরপর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাতে ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ড. তৌফীক নাওয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ রোববার তার ভারত যাওয়ার কথা রয়েছে।

কালের আলো/বিও/এমআরকে