ঈদের জামাতে ডেঙ্গু আক্রান্ত ও মৃতদের জন্য বিশেষ দোয়া

প্রকাশিতঃ 12:42 pm | August 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

ডেঙ্গু আক্রান্ত ও মৃতদের জন্য ঈদের নামাজের পর বিশেষ দোয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেছেন, ডেঙ্গুতে যারা আক্রান্ত ও মারা গেছেন তাদের জন্য আগামীকাল সোমবার (১২ আগস্ট) ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

রবিবার (১১ আগস্ট) সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে এসে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, ডেঙ্গু আক্রান্তের পরিবার এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া করতে ইমাম সাহেবদের কাছে অনুরোধ কররো। ঈদগাহ মাঠে মশার ওষুধ ছিটানো হয়েছে। সোমবার আবারও ছিটানো হবে। এরই মধ্যে কোরবানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের প্রথম দিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। যদি আবহাওয়া জনিত সমস্যা দেখা দিলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ বছর কম-বেশি এক লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৫ হাজার নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা আছে। ঈদগাহে বৃষ্টির পানি নিষ্কশনের সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়েছে।

কালের আলো/এনএল/এমআর