এডিস মশার পরিস্থিতি পরিদর্শনে মাঠে এলজিআরডি মন্ত্রী

প্রকাশিতঃ 7:52 pm | August 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কথা কম, কাজ বেশি, এই ফর্মুলায় পথ চলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মযজ্ঞ দেখতে তিনি নিজেই মাঠে নেমেছেন।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে মোহাম্মপুর টাউন হল মার্কেট এলাকার এডিস মশা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করতে তাদের দুয়ারে দুয়ারে ছুটলেন। হাতে তুলে দিলেন সচেতনতামুলক প্রচারপত্র। সুসংবাদ দিলেন গণমাধ্যম কর্মীদের।

বললেন, এডিস মশা নিধনে নতুন ওষুধ আমদানি করা হয়েছে, উত্তরে ছিটানো হচ্ছে। উত্তরের ওষুধ দক্ষিণও পাচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুন।

মন্ত্রী তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা স্ব-শরীরে মাঠে নেমেছেন, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করার জন্য কাজ করছেন। এডিস মশা ধ্বংস করার জন্য জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ এডিস মশা কোথায় জন্ম নেয় এ ব্যাপারে আমরা আপনারা সবাই কম অবহিত ছিলাম।

তিনি বলেন, সারা বিশ্বে যারা এডিস মশার সঙ্গে যুদ্ধ করেছেন তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা এক সাথে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি সবাইকে সচেতন হতে হবে। দেখেছি বিভিন্ন দেশে এডিস মশা দমন করার জন্য পাঠ্যপুস্তকে পড়ানো হচ্ছে। সবার অংশ গ্রহণ থাকলেই কাজটি সহজ হয়ে যাবে।

ঈদ যাত্রীদের উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সবাইকে জানানো হয়েছে তাদের ঘর দুয়ার যেন ভাল করে পরিষ্কার করে বাড়িতে যান, আর যাদের দারোয়ান থাকে তারা যেন ছাদের উপরে কোথাও পানি জমতে না দেন। এই কাজের জন্য মন্ত্রণালয় থেকে নতুন করে এক হাজার ৬০০ লোক দেয়া হয়েছে। সবাইকে উদ্বুদ্ধ করা হবে।

মশার নতুন ওষুধ সম্পর্কে বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনও নতুন ওষুধের ব্যবস্থা করছে। উত্তর সিটি কর্পোরেশনে ওষুধ ছিটানো শুরু হয়েছে। তবে বাস্তবতাটা বুঝতে হবে আমাদেন স্ব স্ব উদ্যোগে গ্রহণ করতে হবে।

উত্তর ও দক্ষিণের মেয়রের মধ্যে সমন্বয় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দুই সিটি কর্পোরেশনের দায়িত্ব বিভক্ত করে দেয়া আছে, দুই মেয়রের পরস্পরের মধ্যে সমন্বয় আছে। যখন কোথাও কোন ওষুধ কম হয় একজন আরেক জনকে দিচ্ছেন। নতুন ওষুধ উত্তর এনেছে তার অংশ দক্ষিণও পাচ্ছে।

কালের আলো/এনএল/এমএইচএ