শোলাকিয়ায় ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়, মাঠে তিন স্তরের নিরাপত্তা
প্রকাশিতঃ 9:43 pm | August 08, 2019

কালের আলো প্রতিবেদক:
শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঈদজামাত নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী এবং পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এরপর পৃথকভাবে তারা সাংবাদিকদের ব্রিফ করেন।
ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও ডিসি সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, ঈদ জামাত আয়োজনের সার্বিক কাজ শেষ পর্যায়ে। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের আবাসন ব্যবস্থা করা হয়েছে।
কিশোরগঞ্জবাসীসহ দেশের সবাইকে ঈদজামাতে অংশ নিতে আহ্বান জানান ডিসি।
এসপি মাশরুকুর রহমান খালেদ জানান, ঈদজামাত নির্বিঘ্ন করতে মাঠে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদজামাত চলার আগে থেকেই মাঠে ও আশপাশ এলাকায় ড্রোন উড়ানো হবে। প্রত্যেক মুসল্লিকে তল্লাশির মাধ্যমে মাঠে প্রবেশ করানো হবে। সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
মুসল্লিরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত আদায় করতে পারবেন বলেও জানান তিনি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুল ইসলাম সোপান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদির মিয়াসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে ঈদগাহ মাঠের দাগকাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম করা, ওজুখানা তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ঈদজামাত আয়োজনের সার্বিক কাজ প্রায় শেষের দিকে। এনিয়ে দিনরাত কাজ করছেন ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন। শান্তিপূর্ণভাবে ঈদজামাত আয়োজনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও একযোগে কাজ করছেন।
বেশি মুসল্লির সঙ্গে জামাত আদায় করলে দোয়া কবুল হয়- এমন আকর্ষণে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মুসল্লি। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভোর থেকে ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ দু’টি ট্রেন চলাচল করবে।
প্রসঙ্গত, শোলাকিয়া ঈদগাহের নিয়মিত ইমাম ইসলাহুল মুসলিহীন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ এবার হজে যাওয়া বিকল্প হিসেবে শহরের মার্কাস মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান খান ঈদ জামাতে ইমামতি করবেন।
কালের আলো/ওআর/এএম