নতুন আইন সচিব গোলাম সারোয়ার
প্রকাশিতঃ 2:06 pm | August 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
আইন ও বিচার বিভাগের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা মো. গোলাম সারোয়ার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন।
এর আগে বুধবার (৭ আগস্ট) আইন সচিবের দায়িত্বে গোলাম সারোয়ার শেষ হওয়ায় গোলাম সারোয়ারকে সচিবের দায়িত্ব দেওয়া হয়।
আইন ও বিচার বিভাগ থেকে বুধবার এ সম্পর্কিত আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয় জানায়, গোলাম সারোয়ার ১০ম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশন সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।
এরপর ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান তিনি।
তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৫ সালের ডিসেম্বর থেকে আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিবের দায়িত্ব পালন করছিলেন।
কালের আলো/এনএল/এমএইচ